"Sarvadharman parityajya mam ekam saranam vraja
Aham tvam sarvapapebhyo mokshayisyami ma sucho."
[----- Gita 18/6 ]
Hare Krishna!
Dear and Respected Devotees,
Please accept our respects and humble obeisances.
With our aim to distribute the love of Godhead and the essence of religion among all - throughout the whole of North America and subsequently the entire world - specially among those who adore the succession of eternal religion or 'parampara' of 'Sanatan Dharma', we established our "Sreemadbhagbad Gita Sangha Temple" at 39-16 60 Street, Woodside, NY 11377 - by the grace of Lord Sri Krishna on 1997.
Since the day of foundation, through Gita Sangha we conduct regular discourses on the valuable teachings of religion, evening Gita recitation program and hold 'kirtans' (chanting) or devotional singing of the holy name of the Lord, along with 'prasadam' distribution.
These take place each and every Sunday either in the residences of dedicated devotee-members of the Sangha or in our temporary temple place or in other devout places of worship - all in effort to deliver the message of the Holy Gita to mankind.
Devotees arrange these weekly Gita discourses generally an occasions like remembering their parents' pass-aways, or their children's first rice-relishing 'annaprasan' ceremonies or birthday celebrations, or for the general well-being of seniors and dear ones.
With the sublime aim of nurturing knowledge of the scriptures, culture of Vedic literatures, teachings of the Upanishads, and learning of Bengali language - Gita Sangha has also built up "Gurukul Vidyalaya" for the growing children and young adults of the coming generation.
Ever upliftment and propagation of religious consciousness and thereby keeping social life values cherished on spiritual platforms - are among the top priority annual agenda of the Gita Sangha.
The following are a few of them:-
- Weekly discourses on teachings of Lord Sri Krishna in the Gita, Gita Recitation and 'Harinam Sankirtan' on Sundays.
- Sri Sri Saraswati Puja.
- Gour Purnima (Dol Purnima) Mahotsav.
- Celebration of Bengali Nababarsha.
- Yearly Harinam Sankirtan (Group Chanting)
- Celebration of Incarnation (Holy Birth) of Lord Chaitannya Mahaprabhu
- Ratha Yatra (Spring Festival for World Pece)
- Visits to holy places.
- Gurukul Vidyalaya (Summer School for religious teachings)
- Auspicious appearance day celebration of Lord Krishna - Sri Janmastami & Nandotsav.
- Raas Purnima Utsav.
In active efforts of accomplishing all the above mentioned programs, the Gita Sangha with the encouragement and blessings from all devotees' is on the way to establish the Sri Sri Radha Krishna Mandir on the heart of our dear New York City.
We place cordial invitations to all followers of the eternal 'Sanatan dharma' to please participate in all our religious and pious activities and also to donate generously to help us succeed in building the temple.
All glories to Sri Sri Radha Krishna Jugal Kishore!!
Haribol.
With thanks and regards -
Humbly
In the service of all Vaisnavas
The devotees of Sreemadbhagbad Gita Sangha, USA
বাংলা অংশ =>
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু বলেছেন-
‘‘পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম।
সবর্ত্র প্রচার হইবে মোর নাম।।’’
মহাপ্রভুর ইচ্ছা প্রকাশকে সার্থক করতে নিউ ইক তথা উত্তর আমেরিকায়, শ্রীমদ্ভগবদগীতা সংঘ, USA এমনই এক ধর্ম সংস্থা, যারা কলিযুগের যুগধর্ম হরিনাম সঙ্কীর্তনময় হরেকৃষ্ণ আন্দোলন- সনাতন ধর্ম আদর্শ, মহাপ্রভুর আদেশ উপদেশ নির্দেশিত পথ-আদর্শে কৃষ্ণনাম প্রচারে সদাই ব্রতী। মহাপ্রভু বলেছেন,
“শুন শুন নিত্যানন্দ, শুন হরিদাস।
আমার আজ্ঞা সবর্ত্র করহ প্রকাশ।।
প্রতি ঘরে ঘরে গিয়া কর এই ভিক্ষা।
বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা।।’’
শ্রীমদ্ভগবদগীতা সংঘ, USA প্রতি সপ্তাহান্তে রবিবারে প্রতি ঘরে ঘরে কৃষ্ণনাম প্রচারের ভগবৎ সেবায় তৎপর। আমাদের রবিবাসরীয় প্রীতি ঈশ্বরীয় নাম-উৎসব এইভাবে সাজানো ভক্তগৃহে গৃহে। হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন, গীতা, রামায়ন, মহাভারত, বেদ, পুরান, উপনিষদময় ভাগবতী ধর্মদর্শনময় কৃষ্ণকথা, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ, প্রশ্নোত্তর পর্ব কৃষ্ণপ্রসাদে আপ্যায়ন, কৃষ্ণভাবনাময় নানা উপহারের অনুপম উপহার- গীতা সংঘের এক-একটি রবিবাসরীয় গীতা-সন্ধা।
‘‘----------অদ্ভুত মন্দির এক হইবে প্রকাশ-------------’’
আমরা গৃহে গৃহে কৃষ্ণভাবনামৃতের নামহট্টের আসর বসিয়েছি। এখন আমরা সনাতন ধর্মকে কৃষ্ণভক্তির পথ ও আদর্শকে জনে-জনে পরিচিত করিয়ে দেওয়ার আশা আকাঙ্খায় রাধাকৃষ্ণের মন্দির গড়ে তোলার সঙ্কল্পে ব্রতী। দক্ষিন-পূর্ব এশিয়ার জনবসতি অধ্যুষিত উডসাইডের প্রানকেন্দ্রে গড়ে উঠছে শ্রীমদ্ভগবদগীতা সংঘ, USA-র অদ্ভুত সুন্দর, জগতের নয়নের বিরামস্থল-
শ্রীশ্রীরাধাকৃষ্ণ মন্দির ।
আপনার অকুন্ঠ আর্থিক সহযোগিতা এখনই প্রয়োজন। আপনার সামর্থ নিয়ে ভগবৎ সেবায় নিয়োজিত হবার এই তো সুবর্ণ সুযোগ। ভগবানের সেবায় অংশ গ্রহণ করা যায় আচরণজনিত কৃষ্ণভক্তির দ্বারা, নাম প্রচারের আয়োজন করে সহযোগিতা করা, কৃষ্ণপ্রসাদের সেবাদান, সর্বোপরি ভগবানের উপাসনালয় মন্দির নির্মানে অর্থদান, সেবাদান এবং ভগবানের শ্রীবিগ্রহ প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করার মাধ্যমে।
পরকালের পথ প্রশস্ত করার, ‘পারের কড়ি’ সংগ্রহ করার এমন উত্তম সেবা, এবং একমাত্র পথ ও মাধ্যমে আপনি সেবাদানে যুক্ত হোন এবং মানব জীবন ধন্য করুন।
শ্রীমদ্ভগবদগীতা সংঘ, USA -র শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠার সেবা প্রকল্প সেবাযজ্ঞে অর্থ সহযোগিতা দিয়ে আপনি এগিয়ে আসুন। আগামীতেই সংস্কার সাধন হতে চলেছে নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র উডসাইডে শ্রীশ্রীরাধাকৃষ্ণ মন্দির এবং সার্বক্ষনিক ভক্তদের জন্য দ্বার উন্মোচিত হইবে।
শ্রীমদ্ভগবদগীতা সংঘ, USA-র রাধাকৃষ্ণ মন্দিরের লক্ষ্য ও উদ্দেশ্য:-
‘‘হরের্নাম হরের্নাম হরের্নামৈব কেবলম্ ।
কলৌ নাস্তৈব নাস্তৈব নাস্তৈব গতিরন্যথা।।’’
এই কলিযুগে হরিনাম বিনা, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন ছাড়া মানুষের উদ্ধারের আর কোনও পথ নেই। সনাতন বৈষ্ণব ধর্মের ঐতিহ্য ও অনুবৃত্তি গীতা ভাগবত ধর্মের আদর্শায়ন পাশ্চাত্ত্যের জনমানসে ও প্রবাসী জনজীবনে তুলে ধরার লক্ষ্যে গীতাসংঘের নিরন্তর সেবাপ্রয়াস।
আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেনতেন প্রকারেণ আপামর সাধারণ্যে কৃষ্ণভাবনামৃত পৌঁছে দেওয়া। তার জন্য আগামীতে মাসিক কৃষ্ণকথা প্রচার পত্রিকা প্রকাশের কর্মসূচী আমাদের হাতে রয়েছে। যাতে বিভিন্ন দার্শনিক আলোচনা সমৃদ্ধ কৃষ্ণভাবনামৃত গৌড়ীয় দর্শন উদ্ভিন্ন সততার সত্যতায় প্রকাশিত হবে। গৃহে থেকে প্রবাসের তথাকথিত ব্যস্ততাময় জীবনের মধ্যে থেকেও কিভাবে আমরা ‘গৃহে থাক বনে থাক, সদা হরি বলে ডাক।’ ময় কৃষ্ণভাবনাময় জীবন যাপন করতে পারি তার শাস্ত্রোক্ত পথ ও আদর্শ প্রচারিত হবে পত্রিকার ছত্রে ছত্রে। এখানেও আপনাদের (সনাতন ধর্মাবলম্বী হিন্দু মাত্রেই) প্রতি প্রত্যেকের পত্রিকার প্রচার প্রকাশনায়, গ্রাহক সংযোজনায় কিংবা আর্থিক অনুদানে সেবা সহযোগিতা গীতা সংঘ কামনা করে।
গুরুকুল বিদ্যালয়
গুরুকুল বিদ্যালয় গীতা সংঘের সেবা প্রয়াসের আরেকটি অঙ্গ। বৈদিক কালে গুরুর সন্নিধানে শৈশবের দিনগুলি যেভাব গুরুআশ্রমে গুরুকুলে বৈদিক সনাতন ধর্মদর্শন শিক্ষায় বেড়ে উঠত তারই যুগ উপযোগী গুরুকুল শিক্ষা প্রয়াসে আপনিও আপনার সন্তান সন্ততিদের সামীল করুন; বৃহৎ আকারে রাধাকৃষ্ণ মন্দির অঙ্গনে গুরুকুল বিদ্যায়তন গড়ে তুলতে কৃষ্ণসেবা প্রয়াসে এগিয়ে আসুন।
একটি নতুন দিন একটি নতুন জীবন
আসুন, কৃষ্ণভাবনামৃতের চর্চায়, সনাতন ধর্মদর্শনের আদর্শে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তনের নিত্য ভগবৎ সেবায় সামিল হয়ে ‘ছাড়ি অনাচার করয়ে কৃষ্ণের সংসার।’ পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর বচন ও উপদেশে আমরা আদর্শ জীবন গড়ে তুলি। নির্বিশেষ শূন্যবাদী আমেরিকা ইয়োরোপের মতো পাশ্চাত্য দেশে ঈশ্বর বিমুখতার প্রাধান্য বেড়ে চলেছে, এতে সমাজের নৈতিক চরিত্রের অবনতির পারদ দ্রুতই নেমে চলেছে। একমাত্র শ্রীকৃষ্ণের সন্ধানে গৌরসুন্দরের আরাধনায় জীব ফিরে পেতে পারে তার নৈতিক ধর্ম, আত্মধর্ম-জৈব ধর্ম। শ্রীমদ্ভগবদগীতা সংঘ, USA এর শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রতিষ্টা সেবা সংকল্প আসলে মানুষের প্রকৃত আত্মকল্যাণের একটা সেবা প্রয়াস। আসুন, প্রতি দিন কিছু সময় হরিনাম জপ ও কীর্তন করুন, একটি দুটি করে গীতা ভাগবতের শ্লোক অধ্যয়ন অভ্যাস বাড়িয়ে চলুন, আত্মিক মনোবল ফিরে পাবেন; আত্মশক্তি জাগ্রত করুন; শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু বলেছেন: ‘কৃষ্ণভক্তি কৈলে সর্বকর্মকৃত হয়।’ আসুন, আমরা গীতা ভাগবত সনাতন ধর্ম দর্শনের আদর্শে কৃষ্ণভক্তি পরায়ণ হই।
সবাই বলুনঃ
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে রাম।।
নিবেদনায়ঃ
শ্রীমদ্ভগবদগীতা সংঘ-এর ভক্তবৃন্দ